Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টারঃ

 

                    যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বেকার যুব /যুব মহিলাদের বিভিন্ন আয়সঞ্চারমূলক প্রশিক্ষণ প্রদান করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করা হয়। এ লক্ষ্য যুব সম্প্রদায়কে সার্বিক অথনৈতিক উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তৃনমূল পর্যায় পর্যমত্ম বিসত্মৃত করা হয়েছে। বাংলাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়স পর্যমত্ম যুব/যুব মহিলাদের যুব হিসাবে চিহ্নিত করা  হয়েছে। এই যুব সম্প্রদায়ের উন্নয়নের মাধ্যমে দেশীয় অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নানাবিধ সেবামূলক কর্মসূচি বাসত্মবায়িত হচ্ছে। এই সব সেবার মধ্যে যুবদের প্রশিক্ষণ প্রদান করা এবং ঋণ প্রদান করা অন্যতম।  

 

১)বেকার যুব/যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচিঃ- যুব উন্য়ন অধিদপ্তর থেকে ০২ ধরনের প্রশিক্ষণ বাসত্মবায়ন করা হয়ে থাকে।

(ক) প্রতিষ্ঠনিক প্রশিক্ষণঃ

                           জেলা পর্যায়ে আবাসিক/অনাবাসিক ভাবে এ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। ০১ মাস মেয়াদী হতে ০৬ মাস মেয়াদী পর্যমত্ম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি রয়েছে। সংশিস্নষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ধরনের প্রশিক্ষণ গ্রহনের জন্য আবেদন করতে হয়। নিয়মাবলী সহ বিজ্ঞপ্তি সংশিস্নষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়।

 

(খ)অ-প্রতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

                                উপজেলা পর্যায়ে সম্পূর্ন অনাবাসিক ভাবে ০৭ থেকে ২০ দিন মেয়াদী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। নিয়মাবলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কর্যালয় থেকে পাওয়া যায়।   

 

২) প্রশিক্ষত যুবদের ঋণ প্রদান কর্মসূচিঃ  প্রশিক্ষণ শেষে সংশিস্নষ্ট বিষয়ে প্রকল্প গ্রহন কারীদের যুব উন্নয়ন অধিদপ্তরের বিদ্যমান নীতিমালা অনুযায়ী ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে। ০২ ধরনের ঋণ প্রদান করা হয়।

 

(ক)  প্রতিষ্ঠানিক ঋণঃ

                         ১ম দফা- ৬০,০০০ টাকা, ২য় দফা- ৬০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা এবং ৩য় দফা- ৭৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা।

 

(খ)  অ-প্রতিষ্ঠানিক ঋণঃ

                             ১ম দফা- ৪০,০০০ টাকা, ২য় দফা- ৪০,০০০ টাকা  থেকে ৫০,০০০ টাকা এবং ৩য় দফা- ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা।

 

৩)যুব সংগঠনের অনুদান প্রদানঃ

                                    বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সূমহকে উন্নয়ন প্রকল্প বাসত্মবায়নের নিমিত্ত আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হয়।

 

৪)  যুব সংগঠনের নিবন্ধীকরন করণঃ

                                        দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহ সহযোগী ভহমিকা রাখতে সক্ষম বিধায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তাদের নিবন্ধীকরন করা হয়। জাতীয় যুব নীতিমালা ২০০৩ অনুযায়ী বেসরকারী যুব সংগঠনসমূহকে নিবন্ধীকরন করা শুরু হয়েছে।

 

৫)  সার্ক ইয়ুথ এ ওয়ার্ডঃ

                             দক্ষণ এশিয়া অঞ্চলে যুবদের সৃজনশীল উৎসাহব্যঞ্জক কার্যক্রমের স্বীকৃতিস্বরম্নপ ১৯৯৭ সালে সার্ক ইয়ুথ এ ওয়ার্ড স্কীম চালু করা হয়। ১৯৯৭ ও ১৯৯৯ সালে ০২ জনকে গোষ্ঠী উন্নয়ন কর্মকান্ডে  এবং সৃষ্টিশীল আলোক চিত্রে অবদানের জন্য সার্ক ইয়ুথ এ ওয়ার্ড প্রদান করা হয়।   

 

চলমান পাতা-০২

 

 

 

 

পাতা নং-০২

 

৬)  কমন ওয়েলথ যুব পুরস্কারঃ

                                    যুব/যুব মহিলা সংগঠকদেরকে যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান / যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, যুব মহিলাদের উন্নয়নমূলক কর্মকান্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট, মহিলা উন্নয়নমূলক কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড,যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট, উন্নয়ন,স্বণির্ভর ও কার্যক্রমের জন্য কমন ওয়েলথ ইয়ুথ এয়ার্ড প্রদান করা হয়।

 

৭)  জাতীয় যুব পুরস্কারঃ   

                             যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সব যুব ও যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টামত্ম স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতিস্বরম্নপ প্রতি বছর সর্বমোট ১৬ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।